কয়েক মাস ধরেই চলচ্চিত্র তারকা পরী মনি ও শরিফুল রাজের কলহের গুঞ্জন চলছিল। এবার পরী মনি নিজেই তাদের বৈবাহিক সম্পর্কে ফাটলের বিষয়টি প্রকাশ্যে আনলেন।
শুক্রবার (ডিসেম্বর ৩০) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে নায়িকা পরী তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের স্পষ্ট ইঙ্গিত দিলেন। পরী মনি লিখেছেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’
ডব্লিউজি/এমএ