সফলতা পেল না ‘সার্কাস’

শেক্সপিয়ারের ‘দ্য কমেডি অব এররস’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘সার্কাস’। ছবিটি নিয়ে সবার ছিল ব্যাপক প্রত্যাশা। শুক্রবার (২৩ ডিসেম্বর) মুক্তি পায় ‘সার্কাস’।

রণবীর অভিনীত সিনেমা ‘সার্কাস’ মুক্তির তিনদিনে যা আয় করেছে তা প্রথমদিনই আয় করেছিল ‘সিম্বা’। ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করে ৬.৫ কোটি, শনিবার ৬.২৫ কোটি এবং রবিবার বড়দিন উপলক্ষে এটি আয় করে ৮ কোটি। এই তিনদিনে ভারতের বাজার থেকে মোট ২০.৭৫ কোটি টাকা আয় করেছে ছবিটি। এদিকে রণবীর-রোহিতের প্রথম সিনেমা ‘সিম্বা’, তা প্রথমদিনেই আয় করেছিল ২০.৭২ কোটি। সার্কাস সিনেমা রোহিত শেটির পরিচালিত প্রথম কোনো সিনেমা । যা এতো বাজেভাবে থুবড়ে পড়েছে বক্সঅফিসে।সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি ছবিটি।

সিনেমায় রণবীর ছাড়াও এতে আরও অভিনয় করেছেণ, পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, জনি লিভাররাসহ অনেকেই। এমনকি ছবির একটি গানে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে।

শেয়ার করুন:

Recommended For You