সংসারের ইতি টানলেন স্বাগতা

স্বাগতা দেশের শোবিজ অনে জনপ্রিয় অভিনেত্রী । ৭ বছরের প্রেম আর ৬ বছরের সংসার ভাঙলেন প্রশংসিত সিনেমাটোগ্রাফার রাশেদ জামানের সাথে। রবিবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে খবরটি নিশ্চিত করলেন অভিনেত্রী । স্বাগতা জানালেন, ৬ বছরের সংসারের আনুষ্ঠানিক ইতি ঘটে ২০২১ সালের ১৬ ডিসেম্বর।

বললেন, ‘যখন দেখলাম কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি দুজনে। ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটা উত্তম। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়। এরপর যথাযথ নিয়ম মেনে আমরা সম্পর্কের ইতি টানি।’

সাত বছর প্রেম করার পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেন স্বাগতা-রাশেদ। ছয় বছর সংসার শেষ ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক স্বামী রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদ হয় বলে জানান স্বাগতা।

শেয়ার করুন:

Recommended For You