আলিয়া ভাট বিয়ের আড়াই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার সে গুঞ্জন বাড়ছে ক্যাটরিনা মা হওয়া নিয়ে।
গতকাল রবিবার পরিবার আর ইন্ডাস্ট্রির খুব কাছের কয়েকজনকে নিয়ে বড়দিন উদযাপন করেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এ উদযাপনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেন ক্যাটরিনা। সেখানে ভিকি, তার বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল, ভাই সানি কৌশল এবং ক্যাটরিনার বোন ইসাবেল কাইফকেও দেখা যায়।
কিন্তু ক্যাটরিনা এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্তরা অনুমান করতে থাকেন যে তিনি অন্তঃসত্ত্বা । কেননা তার সবগুলো ছবিতে পেট আড়াল করারা চেষ্টা ছিল। আর এই অনুমান ঘিরে পোস্টে বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন তারা। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ক্যাটকে গর্ভবতী লাগছে।’ আরেক ভক্ত ফায়ার ইমোজি দিয়ে লিখেছেন, ‘ফ্যামিলি কমপ্লিট।’
২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর থেকেই অভিনেত্রীর গর্ভধারণের গুঞ্জন শোনা যাচ্ছে। মা হতে যাচ্ছেন অভিনেত্রী, তাই পোশাকে পরিবর্তন এনেছেন- এমন অনেক মন্তব্য ভেসে বেড়ায় নিয়মিত। ক্যাটরিনার নতুন কিছু ছবি প্রকাশের পর নতুন করে সেই গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠল। বিয়ের আড়াই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন আলিয়া ভাট। এবার গুঞ্জন বাড়ছে ক্যাটরিনা কাইফের মা হওয়া নিয়ে।