আজ কারাগারের রহস্য উন্মোচন হবে

আজ তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজ কারাগার পার্ট ২ মুক্তি পেতে যাচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে মুক্তি পাওয়া সিরিজের ১ পার্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেছিলেন দুই বাংলার দর্শকরা। সিরিজের ১ পর্ব জুড়ে ছিল রহস্য। কিন্তু ২ পর্বে রহস্যের তেজ কিছুটা কমবে,  ড্রামা বাড়বে। পরিচালক শাওকী জানান, ‘প্রথম পর্বে আমরা নানা প্রশ্ন তোলার চেষ্টা করেছি। সেগুলোর উত্তর দেয়ার চেষ্টা করেছি পার্ট টুতে।’ কারাগারের দ্বিতীয় পর্বের ট্রেইলার প্রকাশ পেয়েছে বেশ কিছুদিন হলো। সেখানে চঞ্চল চৌধুরীর কণ্ঠে একটি সংলাপ রয়েছে এমন, ‘আমি গল্প শোনাব। একটি ভালো গল্পের চেয়ে বেশি শক্তিশালী আর কী হতে পারে।’

অভিনেতা চঞ্চলের কণ্ঠে আরো শোনা যায়, ‘কিসের শেষ? এটা তো মাত্র শুরু।’ সিরিজের একটি চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। তার কণ্ঠে পার্ট ২-এর ট্রেইলারে শোনা যায়, ‘এই যুদ্ধ কী জন্ম দিয়েছে? বাংলাদেশ। আর?’ এখান থেকে ধারণা করা হচ্ছিল মুক্তিযুদ্ধের কোনো বিষয় থাকতে পারে এ সিরিজটিতে। ধারণার সঙ্গে একমত পোষণ করে শাওকী জানান, “দেশের ইতিহাস, ’৭১-এর ইতিহাসের বিষয় আছে এখানে। সেটা কোন অংশের ইতিহাস, ওটা জানতে সিরিজটি দেখতে হবে।” আর কয়েক ঘণ্টা পরেই সিরিজটি প্রকাশ পাবে হইচইতে। সিরিজটিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, তাসনিয়া ফারিণ, এফএস নাঈমসহ আরো অনেকে। কারাগারের প্রথম পর্বে দেখানো হয়েছিল আকাশনগর সেন্ট্রাল জেলের গল্প। যেখানে জেলটির ১৪৫ নম্বর সেলে আবির্ভাব হয়েছিল এক রহস্য মানবের। ১৪৫ নম্বর সেল এমন একটি কারাকক্ষ, যা গত ৫০ বছর ধরে তালাবন্ধ ছিল।

শেয়ার করুন:

Recommended For You