বছরের শেষ সময়ে আরও একটি সুখবর এলো শোবিজ অঙ্গন থেকে। এবার সুখবর দিলেন গওহর খান। মাস দুয়েক আগেই ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে মা হওয়ার খবর জানালেন বিগ বস বিজয়ী এই তারকা। আগামী ২৫ ডিসেম্বর গওহর খান ও জায়েদ দরবারের দ্বিতীয় বিবাহবার্ষিকী, তার আগেই দু’জনই জানালেন, গওহর খান মা হচ্ছেন।
স্বামীর সঙ্গে নিজের একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। আর ক্যাপশন দিয়েছেন, ‘আপনাদের সবার ভালবাসা এবং প্রার্থনা চাই। মাশা আল্লাহ!’ সঙ্গে উর্দুতেও এক লাইন লিখেছেন গওহর। অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন দিয়া মির্জা, কিশোর মার্চেন্ট, জলসিন মাতারু, সোফি চৌধুরী.., কৃতি খরবন্দা থেকে গৌতম রোডে, করণ মেহরাসহ অনেকেই।
এর আগে, গত সেপ্টেম্বরেই নিজের আগামী পরিকল্পনার কথা জানাতে গিয়ে গওহর বলেছিলেন, ‘আমি মা হতে চাই। আশা করি, খুব শিগগির সেটা হবে। আমি কোনো কিছু নিয়েই বিশেষ পরিকল্পনা করি না। যা হওয়ার, তা হবে।’
উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক কাটিয়ে ফেলেছেন গওহর। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি— সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। অভিনেত্রীর লাভ জীবন নিয়েও কম আলোচনা হয়নি একটা সময়। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর…,পরবর্তী সময়ে অভিনেতা কুশল টন্ডনের সঙ্গে গওহরের প্রেমও কারো অজানা ছিল না। তবে পরিণতি পায়নি সেইসব সম্পর্ক। শেষে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর খান।
ডব্লিউজি/এআর