ক্যাটরিনায় মুগ্ধ ভিকি !

বছর পেরিয়ে গেলেও এখনও সেই আগের মতই একে অপরের প্রেমে হাবুডুবু খান তারা। হারিয়ে যান চোখের মায়াজালে। বিয়ের বছরপূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সহধর্মিণীকে বুকে জড়িয়ে ছবিও দিয়েছেন স্বামী।

বলছি বলিউডের আলোচিত তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পত্তির কথা।

বলিউডের অন্যতম তারকা জুটি তারা । বিয়ের পর বেশ সুখেই সংসার করছেন । ইতোমধ্যে বিয়ের এক বছর পার করে ফেলেছেন এই তারকা দম্পত্তি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে ভিকি বলেন, ক্যাট সবসময় বলেন যে, কারও সম্পর্কে ভালো কিছু বলতে না পারলে, চুপ করে থাকতে। অন্তত খারাপ কিছু যেন না বলা হয়। আমার স্ত্রী অনেক বুদ্ধিমতি, সেই সঙ্গে বড় মনের একজন মানুষ। সে তার চারপাশের মানুষকে প্রাপ্য সম্মানটা দিতে জানে। তিনি আরও বলেন, তার এই জীবনে স্ত্রী ক্যাটরিনার মতো ভালো মানুষ আর দেখেননি তিনি। ক্যাটের এমন কিছু গুণ রয়েছে যেগুলোর প্রশংসা না করে থাকা যায় না বলে জানান ভিকি। তার মতো স্ত্রী পেয়ে জীবনই বদলে গেছে অভিনেতার। দুজন দুজনকে পেয়ে ভীষণ সুখী।

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়াড়াতে সাত পাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাট। জোয়া আখতারের একটি পার্টিতে প্রথম দেখায় একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। তবে ভিকির সঙ্গে তার সেই প্রেমকে ‘সম্পূর্ণ অপ্রত্যাশিত’ ছিল বলেই জানিয়েছেন ক্যাটরিনা।

শেয়ার করুন:

Recommended For You