বলিউডে নব্বই দশকের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন নম্রতা শিরোদকর। মাত্র অল্প কয়েকটা সিনেমায় কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন নম্রতা । অভিনয় করেছেন সালমান খান, সুনীল শেঠিসহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে।অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও বেশ নজর কেড়েছিলেন সবার। এমনকি ১৯৯৩ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেন নম্রতা। তবে ২০০৫ সালে হঠাৎই দক্ষিণী অভিনেতা মহেশ বাবুকে বিয়ে করে অভিনয় জগত থেকে সরে দাঁড়ান অভিনেত্রী।
কেন হঠাৎ বিনোদন জগত থেকে এভাবে আড়ালে চলে গেলেন। ঘুরে ফিরে সেই প্রশ্নই উঁকি দেয় তার ভক্ত-অনুরাগীদের মনে। এতদিন মুখে কুলুপ আঁটলেও, এত বছর পর সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী। নম্রতা বলেন, আমি ছোটবেলা থেকেই ভীষণ অলস প্রকৃতির। মডেলিংয়ে যখন ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তখন অভিনয়ের দিকে ঝুঁকি। যদিও কাজটাকে শুরু করেছিলাম। কিন্তু তারপরেই মহেশের সঙ্গে বিয়ে হয়ে যায়। তবে কোনও অভিযোগ নেই আমার। তবে সেসময়ে যদি কাজটাকে আরেকটু গুরুত্ব দিয়ে করতাম তাহলে আজ হয়তো জীবনটা অন্যরকম হতো বলে, কিছুটা আক্ষেপের সুরেই জানান অভিনেত্রী। কিন্তু বিবাহিত জীবন নিয়েও ভীষণ খুশি এই লাস্যময়ী।
অভিনেত্রী আরও বলেন, জীবনে কখনও খুব একটা পরিকল্পনা করে কিছু করি নি। যা হয়েছে খুব স্বাভাবিক ভাবেই হয়েছে আমার জীবনে। আর জীবনে এখনপর্যন্ত যে সিদ্ধান্তগুলি নিয়েছি তাতে অনেক খুশি আমি। আমার পরিবার সবসময়ই চাইত যেন আমি কোনও কিছুই অতিরিক্ত না করি। জীবনে যা-ই করি না কেন, ততটুকুতেই যেন তৃপ্ত থাকি, খুশি থাকি। এজন্য জীবনে কোনো কিছু নিয়েই কোনও আক্ষেপ নেই আমার।
প্রসঙ্গত, ‘কচ্চে ধাগে’, ‘দিল ভিল পেয়ার ভেয়ার’, ‘বাস্তব’, ‘পুকার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন নম্রতা। বর্তমানে দুই ছেলেমেয়ে এবং স্বামী মহেশকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন তিনি।