নোলানের ‘ওপেনহাইমার’, ট্রেলার প্রকাশ

বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ওপেনহাইমার’-এর প্রথম ট্রেলার প্রকাশ করা হয়েছে। বিশ্বে প্রথম পারমাণবিক বোমা তৈরির ঘটনার উপর ভিত্তি করে নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মারফি। দীর্ঘদিন ধরেই সিনেমাটির ট্রেলারের অপেক্ষায় ছিল ভক্ত অনুরাগীরা। অবশেষে ভক্ত ও দর্শকদের অপেক্ষার অবসান হলো।

জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মাঝে। জে. রবার্ট ওপেনহাইমার ছিলেন আমেরিকান তাত্ত্বিক পদার্থবিদ, যিনি পারমাণবিক বোমার জনক হিসেবে স্বীকৃত। বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান রচিত এবং পরিচালিত চলচ্চিত্রটি কাই বার্ড এবং মার্টিন জে শেরউইনের ‘আমেরিকান প্রমিথিউস’-এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে।

ট্রেলারে ওপেনহাইমার চরিত্রে অভিনয় করা মার্ফিকে বলতে শোনা যায়, “আমরা একটি ভবিষ্যত কল্পনা করছি এবং আমাদের কল্পনাগুলো ভয়ঙ্কর। যতক্ষণ না তারা এটি বুঝতে পারে, তারা এটিকে ভয় পাবে। তারা এটি বুঝতে পারবে না, যতক্ষণ না তারা এটি ব্যবহার করবে। ” এরপর মার্ফির মুখে আরো শোনা যায়, “তত্ত্বই আপনাকে এতদূর নিয়ে আসবে। আমি জানি না এই ধরনের অস্ত্রে বিশ্বাস করা যায় কিনা, তবে আমাদের আর কোনো বিকল্প নেই।

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পুগ, রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ড্যামন, রামি মালেক, বেনি সাফডি, জোশ হার্টনেট, ডেন ডিহান, জ্যাক কায়েড, ম্যাথিউ মোডিন, ডিলান আর্নল্ড, ডেভিড ক্রুমহোল্টজ, অ্যালডেন ইহরেনরিচ, ডেভিড ডাস্টমালচিয়ান, অলি হায়াভি , জেসন ক্লার্ক, জেমস ডি’আর্সি, মাইকেল অ্যাঙ্গারানো, গাই বার্নেট, ড্যানি ডেফারারি, ম্যাথিয়াস শোয়েইফার, গ্যারি ওল্ডম্যান, হ্যারিসন গিলবার্টসন, এমা ডুমন্ট, ডেভন বোস্টিক, অলিভিয়া থার্লবি, ট্রন্ড ফাউসা, ক্রিস্টোফার ডেনহাম এবং জোশ জুকারম্যান।২০২৩ সালের ২১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

 

 

শেয়ার করুন:

Recommended For You