মেসিদের শুভেচ্ছা, ফার্নান্দেজ ও ম্যাক্রোঁকে ট্যাগ করে মোদির টুইট

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান। খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। মেসির হাত ধরেই ডিয়েগো ম্যারাডোনার দেশ বিশ্বকাপ পেল। এবারের বিশ্বকাপ অভিযানের শুরুতেই হোঁচট খায় আর্জেন্টিনা। সৌদি আবরের কাছে হেরে বিশ্বকাপ পর্ব শুরু হয় মেসিদের। সৌদি আরবের বিরুদ্ধে হারায় স্বাভাবিকভাবেই সমালোচনায় বিদ্ধ হন লিওনেল স্কালোনি। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাড়ান তারা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরপর ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।

এই জয়ের পরই গোটা বিশ্ব আনন্দে মেতে ওঠে। আর্জেন্টিনার এই জয়ের পর শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনেকে। বাদ যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মোদি টুইট করে বলেন, ‘এটা ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। গোটা টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেছে। আর্জেন্টিনা ও মেসির দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত লাখ লাখ ভারতীয় ভক্ত।’

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You