অভিনয়ে স্বীকৃতি পেলেন সেলেনা

অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও গানের জগতে খ্যাতি অর্জন করেন যুক্তরাষ্ট্রের গায়িকা সেলেনা গোমেজ। তবে গানের পাশাপাশি অভিনয়েও দ্যুতি ছড়িয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার ‘গোল্ডেন গ্লোব’ মনোনয়ন পেয়েছেন তিনি। সম্প্রতি ৮০তম গোল্ডেন গ্লোব মনোনয়ন ঘোষণা করলে সেখানে ‘বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আ টেলিভিশন সিরিজ-মিউজিক্যাল অর কমেডি’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন লাস্যময়ী এই গায়িকা। সেলেনা অভিনীত ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজে ‘মাবেল মোরা’ চরিত্রে অভিনয়ের জন্য এই মনোনয়ন পেয়েছেন তিনি। এছাড়াও আরও চারটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে সিরিজটি।

তবে সেরা অভিনেত্রীর পুরস্কার এই জিততে হলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেলেনাকে। কারণ, কেইলি কোকো, কুইন্টা ব্রানসন, জেনা ওরতেগার মতো অভিনেত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে তাকে। এর আগে এক সাক্ষাৎকারে সেলেনা বলেছিলেন, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজটি অনেকটাই বদলে দিয়েছে তার জীবন। এরকম চরিত্রে কাজ পাওয়াটা আমার জন্য অনেক বড় সুযোগ। আমার প্রচেষ্টাই আজকে আমাকে এই পর্যায় নিয়ে এসেছে। প্রসঙ্গত, সিরিজটিতে সেলেনা ছাড়াও আরও রয়েছেন, মার্টিন শট, স্টিভ মার্টিন, কারা ডেলেভিন প্রমুখ। বর্তমানে সিরিজের তৃতীয় কিস্তির প্রস্তুতি নিচ্ছেন এই গায়িকা।

শেয়ার করুন:

Recommended For You