নতুন নাটকে অভিনয় করলেন জয়-নিপুন 

জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের গল্পের অনুপ্রেরণায় এবং ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় নতুন একটি নাটকে জুটি বেধেঁ অভিনয় করলেন শাহরিয়ার নাজিম জয় ও নিপুন আক্তার। নাম ‘ফুল বাগানে সাপ’। জয়-নিপুণ ছাড়াও বিশেষ এই নাটকে আরও অভিনয় করছেন বি এম আজাদ, অনামিকা যুতি, সেহেঙ্গাল বিপ্লব প্রমুখ। নির্মাণ সূত্রে জানা যায়, ময়মনসিংহের একটি রিসোর্টে দুদিন আগে ‘ফুলের বাগানে সাপ’র শুটিং শেষ হয়েছে। স্বামী স্ত্রীর ঝগড়া, ভালোবাসা, মন কষাকষির গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

নাটকটির গল্পে দেখা যাবে, স্বামী-স্ত্রীর সাংসারিক নানা টানাপোড়েন, ভালোবাসে ভুল বোঝাবুঝি ও দূরত্ব ভুলে কীভাবে একটি সংসার টিকিয়ে রাখতে হয়। সম্প্রতি ময়মনসিংহের একটি রিসোর্টে ‘ফুলের বাগানে সাপ’র শুটিং শেষ হয়েছে। জানা গেছে, বর্তমানে চলছে সম্পাদনার কাজ। খুব শিরগিরিই দেশের এক টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You