সীমান্তে জঙ্গি কার্যক্রম সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিচ্ছিনতাবাদ কিংবা কোনো রকম জঙ্গী কার্যক্রম সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, দুর্গম এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি আকাশপথেও সক্ষমতা বাড়ানো হচ্ছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের সকালে শহীদ পুলিশ সদস্যদের সম্মানে রাজারবাগে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় জঙ্গিবাদের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, একটি বিশেষ মহল জঙ্গিবাদের পৃষ্টপোষকতা করছে। তবে সরকারের ঐকান্তিক চেষ্টায় জঙ্গিবাদ এখন নিয়ন্ত্রণে আছে।

এ সময় বুয়েট ছাত্র ফারদিন হত্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভ্রান্তি না ছড়িয়ে তদন্তকারী সংস্থার ওপর আস্থা রাখতে হবে। কোনো রকম সন্দেহ থাকলে তাদের কাছ থেকেই পরিষ্কার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You