এখন থেকে ৫ বছর বয়সী শিশুরাও ওমরাহ্‌ করতে পারবে

সৌদিতে এখন থেকে ৫ বছর বয়সী শিশুরাও ওমরাহ্‌ পালন করতে পারবে।ওমরাহ বুকিং এর ন্যূনতম বয়স ৫ বছর নির্ধারণ করেছে সৌদি হজ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে যে,ওমরাহ পারমিট বুকিং করার সর্বনিম্ন বয়স পাঁচ বছর, যদি শিশুটি করোনাভাইরাস রোগে সংক্রামিত না হয় বা তার সংস্পর্শে না এসে থাকে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, ওমরাহ করার জন্য অনুমোদিত ন্যূনতম বয়স পাঁচ বছর, তবে বাবা-মায়ের সাথে তাদের শিশুরা পবিত্র গ্র্যান্ড মসজিদে (কাবায়) প্রবেশ করতে পারে। বহি:বিশ্ব হতে লক্ষ লক্ষ মুসলমান,যারা শারীরিক বা আর্থিকভাবে হজের আচার-অনুষ্ঠানের সামর্থ্য রাখে না, তারা প্রতি বছর মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালন করতে পরিবার ও তাদের ছোট বাচ্চাদের সাথে করে সৌদি আরবে আসেন ।

সৌদি আরব সম্প্রতি একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্ম চালু করেছে, যা পবিত্র শহর মক্কা এবং মদিনা সফর সহ ওমরাহ পালনে বিশেষ সুবিধার্থে করা হয়েছে। উল্লেখ্য যে, সৌদি আরব এই মাসের শুরুতে ঘোষণা করে যে সৌদি নাগরিকরা তাদের বিদেশী বন্ধুদের দেশটিতে নিতে এবং ওমরাহ করার জন্য আমন্ত্রণ জানাতে আবেদন করতে পারেন।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You