এবার বুবলির সাথে রাজের নতুন সিনেমা

বুবলীর সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধবেন চিত্রনায়ক ও পরী মণির স্বামী শরিফুল রাজ। ‘দেওয়ালের দেশ’ নামে চলচ্চিত্রে একসঙ্গে দেখা যাবে এ দুজনকে। অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি নির্মাণ করছেন মিশুক মনি। গত ৫ ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়েছে। শুটিংয়ে বুবলী ও রাজের নতুন লুক দেখা গেছে। কোঁকড়ানো চুলে রাজ, আবছা গোঁফে অনেকটাই সাদামাটা।  অনেকটাই ব্যতিক্রম অবয়ব। সঙ্গে মিলেছে বুবলীকেও। তবে নায়িকার লুক যথারীতি একই ও মিষ্টি। রাজের নতুন লুকের কারণে রবিবার দুপুর থেকে ছবিগুলো ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। আর প্রশংসার ঢেউ আছড়ে পড়ছে রাজের পক্ষকূলে।

রাজের সঙ্গে জুটি বাঁধার বিষয়ে বুবলী বলেন, এটিই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান তিনি। সিনেমার গল্পটা আমার কাছে এত ভালো লেগেছিল যে সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি।

অন্যদিকে রাজ বলেন, সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারা রাত শুটিং করি, সারা দিন ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগের ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে সিনেমার চরিত্রগুলো।

 

শেয়ার করুন:

Recommended For You