সানিয়া-শোয়েবের তাহলে বিচ্ছেদ হয়নি!


শোয়েব মালিক এবং সানিয়া মির্জার প্রেম ও বিয়ে নিয়ে ভারত ও পাকিস্তানে ব্যাপক সাড়া ফেলেছিল। দুই দেশের রাজনৈতিক অস্থিরতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সম্পর্কে। কিছু দিন আগে গুঞ্জন উঠেছিল— ভারতীয় টেনিসের পোস্টার গার্ল সানিয়া মির্জা ও পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের বিচ্ছেদ হচ্ছে। এমন তথ্যই প্রকাশ করেছিল ভারত ও পাকিস্তানের একাধিক গণমাধ্যম। তবে এ নিয়ে কখনো মুখ খোলেননি এ দম্পতি।বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই আপাতত দুজনেই ব্যস্ত তাদের নতুন শো ‘মির্জা মালিক শো’ নিয়ে। রোববার এটির প্রোমোও শেয়ার করেছেন শোয়েব মালিক। বিচ্ছেদ গুঞ্জনের পর এমন সংবাদে সবাই অবাক। তবে কি তাদের অনুষ্ঠানের প্রচারণার জন্যই এ গুজব!

তারা এ বিষয়ে মুখ না খুললেও অনেকে বলছেন, কিছু আইনি জটিলতার কারণে সে খবর সামনে আনতে পারছেন না এ দম্পতি।

ট্রেলারে দেখা গেছে, মিউজিক্যাল সেলেব্রিটি টক শোতে অতিথিদের স্বাগত জানাচ্ছেন শোয়েব আর সানিয়া। অতিথি তালিকায় দেখা মিলল হুমায়ুন সাইদ, ফাহাদ মুস্তাফা, আদনান সিদ্দিকী এবং হোস্ট ওয়াসিম বাদামিদের। ভিডিওর ক্যাপশনে শোয়েব লিখেছেন, ‘স্পটিফাই নিয়ে এল দ্য মির্জা মালিক শো। শিগগিরই আসছে।’

শেয়ার করুন:

Recommended For You