বাংলার ‘কিংবদন্তি’ শ্রীলেখা মিত্র

ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র নতুন খেতাব জয় করলেন। এবার ‘দ্য লিজেন্ড অব বেঙ্গল’ অর্থাৎ‘বাংলার কিংবদন্তি’ সম্মাননা পেলেন। শনিবার (১০ ডিসেম্বর) কলকাতার রোটারি সদনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের তরফ থেকে শ্রীলেখাকে এই সম্মান জানানো হয়েছে।সম্মাননা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ অভিনেত্রী। একই সঙ্গে নিন্দুকদের কটাক্ষ করতেও ছাড়েননি।

ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, ‘আমি নাকি লিজেন্ড অব বেঙ্গল! নিন্দুকরা শুনছো, শুনছেন?’এছাড়াও তিনি গণমাধ্যমকে জানান, খবরটা পেয়ে প্রথমটায় খুব অবাক হই। তবে বেশ ভালো লাগছে। যারা আমাকে এই সম্মান দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সংস্থার তরফে কৃষ্ণা পাল সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন, ‘শ্রীলেখা যে কেবল একজন ভালো অভিনেত্রী তাই নয়, তিনি একজন বড় মনের মানুষও বটে। তিনি অন্যায়ের প্রতিবাদ করেন। পশুদের যত্নে রাখেন। তাঁর পশুদের প্রতি প্রেম প্রমাণ করে যে তিনি কেবল একজন অভিনেত্রী নন, তাঁর আরও একাধিক পরিচয় আছে, সর্বোপরি তিনি একজন ভালো মনের মানুষ। আর তাই এই সম্মান তাঁকে দেওয়া হয়েছে।’অভিনেত্রী নিজেই এই খবর তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সকলেই ভীষণ খুশি এই খবর পেয়ে।অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সরব হন শ্রীলেখা। নানা সময়ে, নানা বিষয়ে সোশ্য়াল মিডিয়ায় প্রতিক্রিয়াও দেন তিনি। কলকাতা চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত ছবি ‘এবং ছাদ’ না থাকায়, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন শ্রীলেখা। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

শেয়ার করুন:

Recommended For You