বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

রাজনৈতিক বিক্ষোভের মধ্যেই সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা তদন্তে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার (৯ ডিসেম্বর) এ আহ্বান জানানো হয়। এছাড়া সহিংসতা বন্ধে সব দলের প্রতিও আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। খবর রয়টার্স’র।

স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি সপ্তাহে পুলিশের গুলি ও হামলায় একজন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। বিএনপির নেতাকর্মীদের আন্দোলনকে ছত্রভঙ্গ করতে গেলে এ ঘটনা ঘটে। অন্যদিকে ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, রাজধানীতে একটি সমাবেশ করার জন্য পরিকল্পনা করে বিএনপি। যাতে প্রায় ১০ লাখ লোকের সমবেতও হওয়ার কথা ছিল। কিন্তু সমাবেশ শুরু হওয়ার এক মাস আগে থেকেই প্রায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You