হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালাচ্ছে র‌্যাব

বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর পুলিশের নিয়মিত সদস্য, র‌্যাব, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ সহস্রাধিক সদস্যরা। এদিকে, সকাল থেকে গোলাপবাগে সমাস্থলে নিরাপত্তা জোরদারে হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার বেলা ১১টায় এক ক্ষুদে বার্তার মাধ্যমে র‌্যাবের মিডিয়া ইন থেকে এই তথ্য জানানো হয়। পুলিশ ও গোয়েন্দাদের দায়িত্বশীল সূত্রগুলো আগেই জানিয়েছে, যেকোনও ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালন করছেন তারা।

নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। এরপর থেকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। সারাদেশ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কয়েক হাজার পুলিশ সদস্যকে ঢাকায় নিয়ে আসা হয়।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You