স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত গায়িকা সেলিন ডিওন

‘স্টিফ পারসন সিনড্রোম’ নামক একটি বিরল স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন ‘টাইটানিক’ ছবির ‘My heart will go on ’ গানের জাদুতে পুরো পৃথিবীতে মাতিয়ে রাখা জগদ্বিখ্যাত সঙ্গীতশিল্পী সেলিন ডিওন।  অস্কারজয়ী গায়িকা সেলিন তাঁর সঙ্গীতচর্চায় বড়সড় ধাক্কা খেলেন। জানা গেছে তার এই শারীরিক সমস্যাটি তার কণ্ঠে প্রভাব ফেলছে।

Recommended For You