‘স্টিফ পারসন সিনড্রোম’ নামক একটি বিরল স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন ‘টাইটানিক’ ছবির ‘My heart will go on ’ গানের জাদুতে পুরো পৃথিবীতে মাতিয়ে রাখা জগদ্বিখ্যাত সঙ্গীতশিল্পী সেলিন ডিওন। অস্কারজয়ী গায়িকা সেলিন তাঁর সঙ্গীতচর্চায় বড়সড় ধাক্কা খেলেন। জানা গেছে তার এই শারীরিক সমস্যাটি তার কণ্ঠে প্রভাব ফেলছে।