বিএনপির সমাবেশ ঘিরে ফাঁকা রাজধানীর রাস্তাঘাট, মোড়ে মোড়ে পুলিশের পাহারা জোরদার

রাজধানীর গোলাপবাগে বিএনপির সমাবেশ ঘিরে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) ভোর থেকেই রাজধানীর রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। রাস্তাঘাটে গণপরিবহনেরও তেমন একটা দেখা মেলেনি। এছাড়া প্রতিটি সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আজ সকালে বুয়েট মোড়, নীলক্ষেত মোড়, কাওয়ানবাজার এবং ফার্মগেট এলাকায় এমন দৃশ্য দেখা গেছে। সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নেই বললেই চলে। রাস্তায় গণপরিবহন না থাকায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। অনেকে রিকসায় অতিরিক্ত ভাড়া দিয়ে অফিসে আসেন।

সকালে রিকসায় করে অফিসে যাওয়া একজন হলেন আহমদুল্লাহ। তিনি বলেন, প্রতিদিনই বাসে করে অফিসে যাওয়া হয়। কিন্তু বিএনপির সমাবেশকে ঘিরে রাস্তায় কোনো বাস নেই। ফলে বাধ্য হয়ে রিকসা নিয়ে অফিসে যাচ্ছি।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You