মনামী ঘোষ কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী । নিজের অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য দিয়ে ইতোমধ্যেই মুগ্ধ করেছেন দর্শকদের। জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে। তিনি অভিনয়ের পাশাপাশি নাচ, মডেলিং সমানভাবে কাজ করে যাচ্ছেন । সেই সঙ্গে ঘুরতে পছন্দ করেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিমানবন্দরের করিডরে দেখা মিলল অভিনেত্রীর।
নিজের ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন-“This December, I am going to be in a relationship with airports”. সেই সাথে ছবিতে দেখা গেছে, মোটা জ্যাকেট ও হলুদ ট্র্যাকপ্যান্ট। সেই সঙ্গে মাথায় টুপি এবং পায়ে সাদা স্নিকার্স পরা ছবি।
অনেকেই পোস্টের কমেন্টে জানতে চেয়েছেন যে গন্তব্য কোথায় । এমন প্রশ্নের উওরে তিনি বলেন, কোথায় যাচ্ছি আপাতত গোপন রাখতে চাই । খুব তাড়াতাড়ি সকলেই জানতে পারবেন। মনামী ঘোষ বর্তমানে “ডান্স ডান্স জুনিয়র ” নামের রিয়েলিটি শো এর মঞ্চে বিচারকের দায়িত্বে আছেন। তবে, ইতোমধ্যেই শোয়ের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।
ডব্লিউজি/এমআর