মেয়ে রাহার জন্মের পর প্রথম প্রকাশ্যে এলেন রণবীর কাপুর। দাঁড়ি ও লম্বা চুলের নতুন এক দর্শনে সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হন রণবীর কাপুর। সাদা শার্টের সঙ্গে নীল চেক স্যুট পরে রেড কার্পেটে হাটেন তিনি।
বলিউড কিং শাহরুখ খান, এ আর রাহমান, সাইফ আলী খান, কাজল, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার ও সোনম কাপুরও এর আগে এই উৎসবে অংশ নেন। রেড কার্পেটে তাঁদের জমকালো উপস্থিতি নজর কেড়েছে সবার। রেড সি ফেস্টিভ্যালে অংশ নিয়ে নিজেদের বিভিন্ন…পোজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তাদের ছবি সাড়া ফেলেছে।
রণবীর কাপুর বলেন, বলিউডের ‘বর্জন প্রবণতার’ প্রভাব শমশেরার ওপর পড়েনি। এর ব্যর্থতা যতটুকু, তার দায় পুরোটা নির্মাণ ত্রুটির। বলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনকে রণবীর বলেন, এটি ‘বক্স অফিস’ বিপর্যয়ের বড় ঘটনা। শমশেরায় সবচেয়ে বড় ভুল ছিল ‘দাঁড়িতে আটকে থাকা। ‘আমি যখন শুটিং করছি তখন দাঁড়ির জন্যে আমি মুখে বেশি তাপ অনুভব করেছিলাম। মনে হচ্ছিল, আমার মুখ গলে যাচ্ছে।’
ডব্লিউজি/এআর