মাহবুবুল হক শাকিলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৬ সালের ৬ই ডিসেম্বর মারা যান তিনি। দিনটি উপলক্ষে ‘মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদ’ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

স্মৃতি সংসদের পক্ষ থেকে ময়মনসিংহের ভাটিকাশর গোরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। কবির পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহের বাঘমারার বাসায় কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।

কবি মাহবুবুল হক শাকিল ১৯৬৮ সালের ২০শে ডিসেম্বর ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনের শুরুতেই তিনি ছাত্রলীগের রাজনীতি সাথে সম্পৃক্ত হয়ে নেতৃত্ব দেন ছাত্রলীগের।

ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যায় শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তিনি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয়ে তার বিশেষ সহকারির দায়িত্ব লাভ করেন।

প্রয়াত মাহবুবুল হক শাকিল রাজনীতির পাশাপাশি সাহিত্য অঙ্গনেও ব্যাপক পরিচিতি লাভ করেন। তার লেখা অসাধারণ কবিতা ও গল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

শেয়ার করুন:

Recommended For You