ইস্কাটনে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর নিউ ইস্কাটনে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মনিরুজ্জামানের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) রাতে ১৩ বছর বয়সী গৃহকর্মী, আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য রাতেই তার মরদেহ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গৃহকর্তার দাবি, আমেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে বিষয়ে কিছু জানেন না তিনি। এদিকে, ঘটনাস্থলে মরদেহটি মেঝেতে শোয়ানো অবস্থায় পেয়েছে পুলিশ। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, সোমবার রাতে খবর পেয়ে নিউ ইস্কাটনের ৩১/এ ভবনের অষ্টম তলার মো. মনিরুজ্জামানের ফ্ল্যাট থেকে গৃহকর্মী আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বাসার লোকজন দাবি করেছেন বাসায় সবার অনুপস্থিতিতে আমেনা গামছা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমেনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You