রাজধানীর মেরুল বাড্ডায় ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টে ছুরিকাঘাতে আশফাকুর রহমান চৌধুরি সাতিল (২০) নামে এক শিক্ষার্থী খুন হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে সোয়াইব হোসেন (১৮) ও রুপম দত্ত (১৮) নামে আরো ২ শিক্ষার্থী। তারা তেজগাঁও পলিটেকনিকের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী।

রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিআইটি প্রজেক্ট ১৩ নম্বর রোডে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৯টার দিকে সাতিলকে মৃত ঘোষণা করেন।

পিঠে ছুরিকাঘাতে আহত রুপম দত্ত জানান, দুই দিন আগে ১৩ নম্বর রোডে রকি নামে একজন তাকে ডেকে জিজ্ঞাসা করে, সে তার সাথে ‘তুই’ সম্বোধন করে কথা বলে কেনো। এটি নিয়ে রুপমকে সে ভয় দেখায়।

আজ সন্ধ্যার পর তারা ৩ জন যখন আড্ডা শেষে বাসায় ফিরছিলো তখন আগে হাটছিলো রুপম আর তার অনেক পিছনে ছিলো সোয়াইব ও সাতিল। ১৩ নম্বর রোডে দাঁড়িয়ে থাকা রকি তখন রুপমকে একা পেয়ে মারধর শুরু করে। এটি দেখে দৌড়ে এসে সোয়াইব ও সাতিল তাকে রকির হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। এতে তাদের মধ্যে মারামারি বেধে যায়। এর কিছুক্ষণ পর রকি দৌড়ে সেখান থেকে চলে যায়। এরপরই তারা নিজেদের শরীর থেকে রক্ত ঝড়তে দেখেন।’

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You