সৌদিতে ইয়াবা পাচারকালে গ্রেপ্তার ৩

সৌদিআরবের রাজধানী রিয়াদে মাদকবিরোধী কর্মকর্তারা কফি ক্যাপসুলের ভিতরে লুকিয়ে থাকা অবস্থায় মোট ৪,১০০,৩০৯ পিস অ্যামফিটামিন (ইয়াবা) ট্যাবলেট উদ্ধার করেছে এবং পাচারকারী তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনী।

গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুখপাত্র মুহাম্মদ আল-নুজাইদি বলেন,কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতায়, অধিদপ্তর কফি ক্যাপসুলের একটি চালানে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমাণ অ্যামফিটামিন(ইয়াবা)ট্যাবলেট আটক করা হয়। তিনি বলেন, চোরাচালান ও পাচারের সঙ্গে জড়িত গ্যাংদের ওপর নিরাপত্তা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির ফলে এই মাদকদ্রব্য আটক করা সম্ভব হয়। সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা রিয়াদ অঞ্চলে উক্ত মাদকের চালান গ্রহণের চেষ্টাকারী তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন একজন ইয়েমেনি নাগরিক যিনি সীমান্তের নিরাপত্তা লঙ্ঘন করে সৌদিআরব প্রবেশ করেছিল এবং বাকি দুজন সৌদি নাগরিক,অভিযুক্তদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You