বিএনপির গণসমাবেশ : রাতেই ভরে গেছে আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠ

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার (১২ নভেম্বর)। তবে শুক্রবার রাতেই আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠে নেতাকর্মীদের ঢল দেখা গেছে। শুক্রবার (১১ নভেম্বর) থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা।

ফরিদপুরসহ পাশ্ববর্তী ৫ জেলার নেতাকর্মীরা এ সমাবেশে যোগ দিচ্ছেন। বিএনপি নেতাকর্মীরা বলছেন, তাদের এ গণসমাবেশ শহরের রাজবাড়ি রাস্তার মোড় ছাড়িয়ে দুই কিলোমিটার দূরে পর্যন্ত পৌঁছে যাবে। ইতোমধ্যেই গণসমাবেশের মূল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। গণসমাবেশের মাইক লাগানো হচ্ছে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে।

বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বেসরকারি বাসের পাশাপাশি দু’দিন বিআরটিসি বাস বন্ধ থাকলেও বিএনপির গণসমাবেশে কোনো সমস্যা হবে না।

এদিকে শুক্রবার সন্ধ্যায় গণসমাবেশস্থলে এসে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You