
নিজ দেশের গণ্ডি ছাড়িয়ে মার্কিন মুলুকে প্রতিষ্ঠিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে এখন তার নিয়মিত ব্যস্ততা। এছাড়া বিয়েও করেছেন সেখানকার সংগীতশিল্পীকে। ফলে ভারত নয়, যুক্তরাষ্ট্রেই বেশিরভাগ সময় থাকেন তিনি। সম্প্রতি ঝটিকা সফরে দেশে ফিরেছিলেন প্রিয়াঙ্কা। প্রায় তিন বছর পর নিজ দেশ-শহরে পা রেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। কিন্তু এই সফরটিও দীর্ঘ করলেন না। ফের উড়াল দিলেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে ।
আটদিন ভারতে থাকার পর বুধবার (৯ নভেম্বর) সকালেই তিনি রওনা দিয়েছেন বাইডেনের দেশে। ইনস্টাগ্রাম স্টোরিতে বিমানের আসনে তোলা একটি সেলফি পোস্ট করে খবরটি দিয়েছেন প্রিয়াঙ্কা। ছোট্ট এই সফর নিয়ে তার এককথার প্রতিক্রিয়া, ‘ক্লান্ত, তবে আনন্দিত।’ মূলত কাজের স্বার্থেই ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। নিজের নতুন ব্র্যান্ড ‘নাইকা’র প্রচারণা করেছেন। সেই সঙ্গে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ভারতের কিছু প্রান্তিক এলাকা পরিদর্শন করেছেন।
গত সোমবার (৭ নভেম্বর) ভারতের উত্তর প্রদেশের গ্রামীণ এলাকা দেখতে যান প্রিয়াঙ্কা। সেখানে নারীদের ওপর নির্যাতন এবং বৈষম্য প্রতিরোধে স্থানীয় সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। এ সফরে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী…যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। প্রিয়াঙ্কা বলেছেন, ‘দুই দিনের পরিদর্শনে আমি এখানে অনেক বড় পরিবর্তন দেখতে পেয়েছি। প্রকৃতপক্ষে উত্তর প্রদেশে এরকম পরিবর্তনই প্রয়োজন।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডব্লিউজি/এআর