উত্তরপ্রদেশে মেয়েদের উন্নতি, সরকারকে ধন্যবাদ দিলেন প্রিয়াঙ্কা

দিন কয়েক আগেই দীর্ঘ তিন বছর পর দেশে ফিরেছেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। কর্মসূত্রে এবং শ্বশুরবাড়ির কারণে লস অ্যাঞ্জেলস-এর পাকাপাকি বাসিন্দা হলেও দেশের প্রতি তাঁর ভালোবাসা এবং শ্রদ্ধা সর্বদা অটুট। যদিও বিদেশের মাটিতে তিনি শুধু অভিনয় বা সংসারে আবদ্ধ রয়েছেন তা কিন্তু মোটেও নয়। তিনি ইউনিসেফের একজন গুরুত্বপূর্ণ মুখ, এছাড়া জাতিসংঘেরও একজন প্রতিনিধি।

ভারতে আসার আগে তিনি ইউনিসেফের হয়ে খরাগ্রস্থ কেনিয়া সফরে গিয়েছিলেন। সেই ছবি ভাগ করে নিয়েছিলেন নায়িকা। এদিকে ভারতে এসেও সম্প্রতি তিনি উত্তরপ্রদেশের লখনৌ-এ নারীর স্বাধীনতার প্রচারে গিয়েছিলেন। আসলে ভারতে এসেছিলেন তিনি তাঁর হেয়ারব্যান্ড ‘অ্যানিম্যালি’-র লঞ্চের কারণে। এই পর্ব মেটার পরেই উত্তরপ্রদেশে সফরে গিয়েছেন তিনি..’। উত্তরপ্রদেশে মেয়েদের উপর বৈষম্যমূলক, সহিংস, কাজের অবসান ঘটাতে কাজ করছে ইউনিসেফ। সেই কাজ পরিদর্শন করতেই লখনৌ-এ পৌঁছন পিগি চপস। কিন্তু সেখানে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা।

এছাড়াও সম্প্রতি রাজ্যে মহিলাদের প্রতি দায়িত্বশীল মনোভাব এবং তাঁদের উন্নতির জন্য সিএম যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করেছেন অভিনেত্রী। অভিনেত্রী আরও জানিয়েছেন, তিনি মহিলা এবং মেয়েদের অবস্থার বিষয়ে একটি বড় পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। লখনউ-এ গিয়ে তিনি বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্কুলে বাচ্চাদের সঙ্গে যোগাযোগ করেছেন…। এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, প্রিয়াঙ্কা উল্লেখ করেছেন যে, “গত দুই দিনের সফরে, আমি এখানে একটি বড় পরিবর্তন দেখেছি। উত্তরপ্রদেশের এই পরিবর্তন দরকার ছিল।”

তিনি আরও বলেন, “আজ রাজ্যে সর্বাধিক সংখ্যক মেয়ে স্কুলে যাচ্ছে। শিশুদের পুষ্টির জন্য অনেক কাজ করা হচ্ছে। দেশের প্রথম পুষ্টি অ্যাপ এখানে শুরু হয়েছে। অ্যাপের মাধ্যমে শুধু অঙ্গনওয়াড়ি কর্মীরা নয়…, ডাক্তাররাও অপুষ্টিতে আক্রান্ত শিশুদের ট্র্যাক করতে পারেন। পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গে কথা বলতে পারেন এবং তাদের সাহায্য করতে পারেন। ডিজিটাইজেশন থেকে রাজ্য অনেক উপকৃত হয়েছে।” খুব শীঘ্রই সফর শেষ করে লস অ্যাঞ্জেলসে ফিরে যাবেন তিনি।

ডব্লিউজি/এআর

Recommended For You