রেমিট্যান্স পাঠাতে আর চার্জ দিতে হবে না প্রবাসীদের। এমনকি ছুটির দিনেও তা প্রেরণ করতে পারবেন তারা। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) এ সিদ্ধান্ত নিয়েছে। ডলার সংকটে বৈধভাবে রেমিট্যান্স বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
রোববার (৬ নভেম্বর) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবিবি ও বাফেদার বৈঠক হয়। পরে সোনালী ব্যাংকের এমডি ও বাফেদার চেয়ারম্যান আফজাল করিম এসব তথ্য জানান। তিনি বলেন, এদিন ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি এবং বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদার বৈঠক হয়। এতে সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলো ১০৭ টাকায় রেমিট্যান্স এবং ১০০ টাকায় রপ্তানি আয় সংগ্রহ করবে।
ডব্লিউজি/এমএ