আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবির পরিচালিত দুটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অনুমোদনহীন পণ্য বিক্রির অপরাধে এ জরিমানা করা হয় । প্রতিষ্ঠান দুটি হলো- আল্টিমেট অর্গানিক লাইফ ও ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনাল।
বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর আফতাব নগরে অবস্থিত জাহাঙ্গীর কবিরের চেম্বার ‘হেলথ রেভুলেশন’-এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
তিনি বলেন, আমাদের কাছে আসা বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আফতাব নগরের ‘হেলথ রেভুলেশন’ নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি। এটি ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান। এখানে তার চেম্বার রয়েছে, তিনি এখানে রোগী দেখেন। অভিযানকালে অনুমোদনহীন পণ্য বিক্রির অপরাধে ডা. জাহাঙ্গীরের প্রতিষ্ঠান ‘আল্টিমেট অর্গানিক লাইফ’কে সাড়ে তিন লাখ টাকা এবং অবৈধভাবে পণ্য আমদানি করে সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ‘ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনাল’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।