রাশিয়া-ইউক্রেন থেকেও খাদ্যশস্য আনতে পারব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন থেকেও আমরা এখন পণ্য কিনে আনতে পারব। বর্তমানে পণ্যের দাম ও পরিবহন খরচ বেড়েছে। তবুও কৃষকদের ভর্তুকি অব্যাহত রেখেছি। কারণ, দেশের মানুষে খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করতে হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

বুধবার (১২ অক্টোবর) সকালে ওসমানি স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, করোনা মহামারিতে গোটা বিশ্বের অর্থনীতিতে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এতে বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা বাড়ছে। ফলে বিশ্ববাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে।

ডব্লিউজি/এমএ

Recommended For You