সয়াবিনের দাম কমলেও ‘আগের কেনা’ বলে বাড়তি দাম চাইছেন বিক্রেতা

তেলের দাম দু’দফা কমানো হয়েছে। কিন্তু এখনো বাড়তি দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের। জিম্মি করা হচ্ছে সে পুরনো কথায় আগের কেনা। গুলশান সংলগ্ন একটি কাঁচাবাজারে একটি মুদি পণ্যের দোকানে ক্রেতা-বিক্রেতার মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা। ক্রেতা আবুল জানতে চেয়েছিলেন এক লিটার সয়াবিন তেলের দাম কত? উত্তরে বিক্রেতা কাবিরুল ইসলাম জানালেন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯২ টাকা।

মূলত সয়াবিন তেলের দাম কামানোর পরও আগের বাড়তি দাম চাওয়া নিয়ে বিক্রেতা ও ক্রেতার মধ্যে বাকবিতণ্ডার শুরু। ক্রেতার যুক্তি, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা কমিয়ে ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা। তাহলে কেন দোকানদার আগের দাম ১৯২ টাকা চাইছেন।

অন্যদিকে দোকানদার কাবিরুল ইসলামের ভাষ্য, নতুন দাম নির্ধারণ হয়েছে ঠিকই, কিন্তু আমাদের দোকানে আগের বাড়তি দামে কেনা পণ্য রয়ে গেছে। এছাড়া নতুন দামের পণ্য এখনও এসে পৌঁছায়নি। ফলে আগের দামেই তেল বিক্রি করতে হচ্ছে।

শেয়ার করুন:

Recommended For You