দৈনিক ১০ লাখ ব্যারেল কম উত্তোলনের চিন্তা, বাড়ছে তেলের দাম

দৈনিক ১০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন কমানোর চিন্তাভাবনা চলছে। আগামী ৫ অক্টোবর বৈঠকে বসবে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো এবং তাদের মিত্রদের জোট ওপেক প্লাস। সেখানেই এ ঘোষণা আসতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে।

গত সপ্তাহে চাউর হয়, প্রতিদিন ৫ লাখ ব্যারেল জ্বালানি তেলের উৎপাদন হ্রাসের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এবার সেটা আরও ৫ লাখ বেশি হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের মার্চের পর প্রথমবারের মতো ভিয়েনায় সরাসরি বৈঠক করতে যাচ্ছে ওপেক প্লাস। ইতোমধ্যে একে ঘিরে ব্যাপক আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ডব্লিউজি/এমএ

Recommended For You