লাল শাড়ির আদলে অপুর আমন্ত্রণপত্র

চিত্রনায়িকা অপু বিশ্বাস অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। জানা গেছে, অপু বিশ্বাসের প্রযোজনায় ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং খুব শিগগির শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে শিল্পীদের চূড়ান্ত করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গোল্ডেন টিউলিপ রেস্তোরাঁয় সিনেমাটির আনুষ্ঠানিক মহরত ঘোষণা করা হবে। এ উপলক্ষ্যে লাল শাড়ির আদলে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে। এছাড়া সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরা লাল রঙের পোশাক পরবেন বলেও জানা গেছে।

তারভীর আহমেদ সিডনির কাহিনি ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক ও সুমিত। এছাড়া শহীদুজ্জামান সেলিম, আজম খান, রেবেকা সুলতানা, গৌতম সাহাসহ অনেকে।

সম্প্রতি সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে। অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন অপু বিশ্বাস।

ডব্লিউজি/এমএ

Recommended For You