বেড়েছে তাপমাত্রা, নেমেছে সতর্ক সংকেত

কমেছে কয়েকদিন ধরে একটানা চলতে থাকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার থেকে বৃষ্টি আরও কমে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। অপরদিকে, এক সপ্তাহ পর সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামানো হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছিল। এরপর লঘুচাপটি শক্তিশালী হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ভারতের স্থল ভাগে ওঠে। বাংলাদেশে ও ভারতে বৃষ্টি ঝরিয়ে এটি ক্রমে দুর্বল হয়ে নিঃশেষ হওয়ার পথে। এদিকে, আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার আকাশে মেঘ থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। দেখা মিলেছে রোদের।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You