সালমান খান এবার বাংলাদেশে ব্যবসা শুরু করছেন

বলিউডের ভাইজান সালমান খান। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। এবার বাংলাদেশেও নিজের ব্যবসা শুরু করছেন তিনি।

জানা গেছে, সালমান খানের পোশাক ব্র্যান্ড ‘বিং হিউম্যান’ বাংলাদেশে আউটলেট খুলতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে আউটলেটটি উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির সিইও সঞ্জিব রাওয়ের সঙ্গে সালমান খানের ভাই সোহেল খান ও ভাতিজা আয়ান অগ্নিহোত্রির উপস্থিত থাকার কথা রয়েছে।

সালমান খানের পোশাকের এই ব্র‍্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য ব্যয় করা হবে। বর্তমানে বিশ্বের ১৫টি দেশে ৫০০টির বেশি আউটলেটের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে সালমান খানের বিশাল ফ্যানবেস রয়েছে। আর সে কারণেই এবার বাংলাদেশে যাত্রা শুরু করছে ‘বিং হিউম্যান’।

Recommended For You