চালের বাজারে আবারো অস্থিরতা?

দেশে দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের বাজার চড়া। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে নতুন করে সবকিছুর দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে চালের দাম। তবে গত কয়েকদিনে পাইকারি বাজারে চালের দাম কমলেও সেই তুলনায় খুচরা বাজারে তেমন প্রভাব পড়েনি। অন্যদিকে রাজধানীর খুচরা বাজারে মুরগি ও ডিমের দামে ফের অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। এ ছাড়া প্রতি ডজন ফার্মের ডিম ৯-১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। খুচরা বাজারে এখন মানভেদে সরু চাল বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭৪ টাকা, যা কিছুদিন আগে ৭০ থেকে ৭৬ টাকায় বিক্রি হয়ে আসছিল। ভালো মানের নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ৭৮ থেকে ৮৪ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল।

এদিকে দুই মাস আগে মিলারদের কারণেই অস্থির হয়ে ওঠে চালের বাজার। তখন বাজার স্বাভাবিক রাখতে ১০ লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। আমদানি শুরু হলে দেখা যায় ডলারের কারণে ভারতের থেকে আমদানি করা চালের দাম বেশি হয়। ওই সুযোগে আগস্টে মিলাররা সব ধরনের চালের দাম বাড়িয়ে দেয়। প্রতি কেজি মোটা চাল ৬০ টাকায় বিক্রি হয়। সরু চালের দাম দাঁড়ায় ৮৫-৯০ টাকা। তাই বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদারের সঙ্গে দুদফায় আমদানি শুল্ক ৬২ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়। এছাড়া সরকারের পক্ষ থেকে স্বল্পমূল্যে ওএমএস শুরু হয়। এতে চালের দাম কমতে থাকে। তবে ভারত শুধু আতপ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দেওয়ার পর থেকে মিলাররা আবারও কারসাজি শুরু করেছেন। বস্তায় ১০০ টাকা বাড়িয়ে আবারও চাল বিক্রি শুরু করেছেন।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You