কেরানীগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণ: একই পরিবারের ছয়জনেরই মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ জিনজিরা মান্দাইলের একটি বাসায় গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একে একে পাঁচজনই মারা যান। বেঁচে ছিল শুধু মো. ইয়াছিন (১২) নামে এক শিশু। সেও আজ সকালে মারা গেছেন। ফলে এ দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে আর কেউই বেঁচে রইলেন না। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিনের মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, দগ্ধদের পরিবারের ছয়জনেরই মৃত্যু হয়েছে। আজ সকালে সর্বশেষ ইয়াসিনের মৃত্য হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে মৃত অন্য পাঁচজন হলেন- মরিয়ম (৮), শাহাদাত হোসেন (২৫), বেগম (৬০), ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬)। প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে এই ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদের সবাইকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি হয়েছে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You