জাতীয় নিরাপত্তা সেলের নতুন প্রধান নির্বাহী মীর শহীদুল

এসবির প্রধান থাকাকালীন ২০২১ সালের ১৪ মার্চ চাকরি থেকে অবসরে যান শহীদুল ইসলাম। অষ্টম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা ২০০৯ সালে উপ-কমিশনার (গোয়েন্দা, দক্ষিণ) হিসেবে ডিএমপিতে যোগ দেন। এরপর যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপিতে চাকরি করেন।

মীর শহীদুল ইসলাম ২০১৮ সালের জানুয়ারিতে এসবি প্রধানের দায়িত্ব নেন। পরের বছরের সেপ্টেম্বরে সচিব মর্যাদা (গ্রেড-১) পান তিনি। জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মীর শহীদুল ইসলাম। তিনি সংস্থাটির বর্তমান প্রধান আসাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হবেন।

রোববার (৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মীর শহীদুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ১৫ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You