ডোবায় মিললো সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের ভূঞাপুরে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ ডোবায় পেয়েছেন স্থানীয়রা। গত ২ সেপ্টেম্বর (শুক্রবার) উপজেলার গাবসারা ইউনিয়নের রুলীপাড়ার রেহাই গাবসারা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবা থেকে ওষুধগুলো উদ্ধার করা হয়। এদিকে, সরকারি ওষুধ পাওয়ার ঘটনায় তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রেহাই গাবসারা গ্রামের বাসিন্দা বাবু ও রহিম জানান, শুক্রবার সকালে ক্লিনিকের পাশের একটি ডোবায় বিভিন্ন ধরনের ওষুধ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেই। পরে ইউপি চেয়ারম্যান এসে ওষুধগুলো উদ্ধার করে ইউপি সদস্যের কাছে জমা দেন।

রেহাই গাবসারা গ্রামের বাসিন্দা জমিলা খাতুন বলেন, ‘অধিকাংশ সময় বন্ধ থাকে ক্লিনিক। এক দেড় মাইল হেঁটে এসে ওষুধ না পেয়ে চলে যেতে হয়েছে। অথচ গরীবের ওষুধ পাওয়া যায় ডোবার মধ্যে।’ ক্লিনিক সংলগ্ন বাড়ির রোকেয়া খাতুন বলেন, ‘ক্লিনিকে গেলেই বলে ওষুধ আসে না। সরকার ওষুধ দেয় না। তাহলে এত ওষুধ পাওয়া গেলো কেমনে? ওষুধগুলো পেলে গরীব মানুষের কত উপকার হতো!’

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You