সহযোগিতার নতুন দুয়ার খোলার প্রত্যাশা ভারতের

ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ওয়ান টু ওয়ান’ বৈঠকের এজেন্ডায় কী থাকছে- তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। ‘ওয়ান টু ওয়ান’ বৈঠকের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন বাংলাদেশের সরকারপ্রধান। এর বাইরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠক করবেন ভারতের অন্যতম ব্যবসায়ী গৌতম আদানির সঙ্গেও। সফরের দ্বিতীয় দিনে দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে। ধারণা করা হচ্ছে, ৩০ মিনিটের ওই বৈঠকই হবে সফরের সবচেয়ে আকর্ষণীয় অংশ। সফরের বাকি অংশ আলঙ্কারিক। প্রসঙ্গত, আগামীকাল সোমবার দুুপরের ফ্লাইটে চার মন্ত্রী ও চার প্রতিমন্ত্রীসমেত ১৭০ জনের প্রতিনিধি দল নিয়ে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ৮ সেপ্টেম্বর বিকালে তিনি দেশে ফিরবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে দুই বন্ধুপ্রতীম দেশের সহযোগিতার নতুন দুয়ার খুলবে। এই সফর বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। দিল্লি সফরের দ্বিতীয় দিন ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। তার আগে তিনি দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You