উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা হতে পারে এ মাসেই

বর্ষা মৌসুমে সারা দেশে কাঙ্ক্ষিত স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি এ বছর। অনাবৃষ্টি-খরার কারণে চাষাবাদ সংকটে পড়েছে কৃষককুল। এর নেপথ্যে দুর্বল মৌসুমি বায়ু এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে অনেকাংশে দায়ী করা হচ্ছে। জুলাই-আগস্টের মতো সেপ্টেম্বরেও স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই মাসে দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার মডেলগুলো।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে; যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। ইতিমধ্যে ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে উত্তরাঞ্চলের তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। ফলে রংপুর, গাইবান্ধা ও লালমনিরহাটে আবার বন্যা দেখা দিয়েছে। নদীর পানি বৃদ্ধির ফলে ভাঙনও বাড়ছে। ভাঙনের আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You