সব দলের মতামতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত: সিইসি

কোনো এক দলের চাওয়া বা বিরোধিতা নয়, সব দলের মতামতের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচনে দেড়শো আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি আরও বলেন, ইভিএমে কারচুপি হয় বা ভোট অন্য প্রতীকে চলে যায় সেরকম প্রমাণ কেউ দেখাতে পারেনি।

এর আগে সিইসির সাথে মতবিনিময় করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ভুল, এতে আস্থা থাকবে না। ইসি ৩০০ আসনেই ইভিএম ব‌্যবহার করতে পারে, তবে যাচাই-বাছাইয়ের জন্য প্রতিটি আসনে পাঁচটি করে।

এ সময় ‘না’ ভোট প্রচলনের দাবিও জানিয়েছেন ডা. জাফরুল্লাহ।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *