বেঁচে ফিরলেন সাগরে ভাসতে থাকা ৩২ জেলে

বৈরী আবহাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে আটকাপড়া বাংলাদেশের ৩২ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে তাদের মোংলা কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া এনায়েত চৌধুরী (২২) নামে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার বাসিন্দা, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মো. ইউসুফ (৩৮), বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মো. ফয়সাল (২০) ও পটুয়াখালী জেলার মহিপুর উপজেলার মো. রাব্বি (২৫) বলেন, গত ১৫ আগস্ট সমুদ্র মাছ আহরণের উদ্দেশ্য রওনা হন। এরপর ১৮ ও ১৯ আগস্ট ঝড়ের কবলে পড়ে তাদের মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ অবস্থায় তারা ড্রাম ধরে সাগরে দুদিন ধরে ভাসতে থাকেন।

জেলেরা জানান, ঝড়ের কবলে পড়া চারটি ট্রলারে ৪৭ জন জেলে ছিল। এরমধ্যে ভারতীয় কোস্টগার্ড ৩২ জনকে উদ্ধার করলেও বাকিরা এখনও নিখোঁজ। উদ্ধার হওয়া এসব জেলেদের বাড়ি পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন উপজেলায়। তাদেরকে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৯টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে কোস্টগার্ড জানায়।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *