দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে গত ১৭ আগস্ট দেশে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান। দেশে ফিরেই জানিয়েছিলেন, বেশ কিছু চমক দিবেন তিনি।
রোববার (২১ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যান শাকিব খান। সেখানে তিনি মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করেন। সরকারি অনুদানের চেক গ্রহণের জন্যই মন্ত্রণালয়ে গিয়েছিলেন নায়ক। সেখানে তোলা দুটি ছবি মন্ত্রী ড. হাছান মাহমুদের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
সেই পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করে শাকিব লিখেছেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ, আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।
প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন শাকিব খান। প্রথম কিস্তিতে ৩০ শতাংশের টাকার চেক গ্রহণ করেছেন এই তারকা।
ডব্লিউজি/এএইচ