দেশের উন্নয়নে যা করেছি তা পৃথিবীতে বিরল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের নবীন কর্মকর্তারাই ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হবে। তারাই দেশ ও মানুষের সেবক হয়ে কাজ করবে। দেশের উন্নয়নে নানা পরিকল্পনাসহ যা করা হয়েছে তা পৃথিবীতে বিরল বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সকালে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র শিল্পায়ন যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পণ্যের বহুমুখীকরণ করতে হবে।

তিনি বলেন, ২০৪১ সালে থামলে হবে না, আমাদের আরও এগিয়ে যেতে হবে। ২১০০ সালের ডেল্টা প্লান, সেটাও করে দিয়ে যাচ্ছি। উন্নয়নটা যেন সবসময় টেকসই হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। দেশের উন্নয়নে যা করেছি তা পৃথিবীতে বিরল, সেটা আর কেউ করেনি।

তিনি আরো বলেন, এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করতে হবে। সুতরাং তাদের কল্যাণেই আমাদের কাজ করতে হবে। তাহলেই আমাদের এ দেশ এগিয়ে যাবে এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *