করোনায় মৃত্যু নেই; শনাক্ত ১৭৩

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৯৩তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৭৩ জন।

করোনায় মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৩১৫ জনে থাকল। শনাক্তের হার তিন দশমিক ৭৬ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। গত বছরের ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন। সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৬ লাখ ৮৬ হাজার ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ ১৮ হাজার ৭০৮টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ চার হাজার ৮০৭টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ নয় হাজার ৯৭০ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৩৭২ জনসহ মোট ১৯ লাখ ৫৩ হাজার ৭৪০ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬০ কোটি ছয় লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ৭১ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৭ কোটি ৪৮ লাখের বেশি মানুষ।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *