বাড়লো চা শ্রমিকদের মজুরি, কর্মবিরতি প্রত্যাহার

বেশ কয়েকদিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছিলেন চা শ্রমিকরা। তাদের দাবি ছিলো দৈনিক ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা মজুরি নির্ধারণ করতে হবে। জানা গেছে, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ২৫ টাকা মজুরি বাড়ানো হয়েছে। এখন থেকে চা শ্রমিকরা দৈনিক ১৪৫ টাকা মজুরি পাবেন।

শনিবার (২০ আগস্ট) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মজুরি বৃদ্ধির ঘোষণার পর কর্মবিরতি প্রত্যাহার করেছে চা শ্রমিক ইউনিয়ন। বিষয়টি নিশ্চিত করেছেন চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করছি। আমাদের মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী ভারত সফর থেকে এসে আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন। সেখানে আমাদের দাবি-দাওয়া তাকে জানানো হবে। তাই তার আশ্বাসে আমরা আপাতত ধর্মঘট প্রত্যাহার করছি। রোববার (২১ আগস্ট) থেকে সব শ্রমিক কাজে যোগ দেবে।

ডব্লিউজি/এম

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *